September 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

কোলাঘাটের ১৫০০ অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী দান এক স্বেচ্ছাসেবী সংস্থার

কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে MAVA নামক এক স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো ১৫০০ দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি। মাভার নোনাচক শাখার কর্নধার ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র জানান, কোলাঘাট ব্লক এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই সংস্থার এই উদ্যোগ। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে এই মাভা সংস্থা। তবে বর্তমানে লক ডাউনের ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই সামাজিক কর্মসূচী। এ

ই সহায়তা দান অনুষ্ঠানে কোলাঘাটের এক বেসরকারি সিমেন্ট কোম্পনীও সহযোগিতার হাত বাড়িয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, মেন্টর অসিত ব্যানার্জি প্রমুখ।