
ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ এবং ভুয়ো ভ্যাকসিন চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতাল চত্বরে বিক্ষোভ বিজেপির।
বতর্মান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিসেবা নিয়ে কয়েক দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি প্রদান করলো বিজেপি কর্মীরা।
শুক্রবার দুপুরে ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা এবং বিজেপি টাউন মন্ডল ১ও ২ এর পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কোভিড ভ্যাকসিন নিয়ে কলোবাজারি চলছে পাশাপাশি জলপাইগুড়িতে ভ্যাকসিন নিয়ে কলোবাজারি চলছে। বাংলাতে ভুয়ো ভ্যাকসিনে ভরে গেছে। পাশাপাশি জলপাইগুড়িতে ভ্যাকসিনেশন সুষ্ঠুভাবে করা হোক কোন রং না দেখে সবাইকে ভ্যাকসিন দেওয়া হোক বলে দাবী জানান তিনি ।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যাম প্রসাদ, টিনা গাঙ্গুলী, জীবেশ দাস সহ অন্যান্যরা।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব