April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মুক্তহস্তে দান এর অনুরোধ

চিনা করোনা ভাইরাসের থাবা গোটা বিশ্বে৷এই ভাইরাসের গ্রাসে ক্রমাগত বাড়তে থাকছে ভারতে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে আগামী 14 এপ্রিল পর্যন্ত যোগদান লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে৷ফলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে বেশ কিছুটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষের জন্য 150 হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী গরিব অসহায় মানুষদের সাহায্যের পরিষেবা দিতে,এই পরিস্থিতিতে এই ত্রাণ তহবিল তৈরি করেছেন।সেই তহবিলে মুক্ত হস্তে কিছু দান করার অনুরোধ জানানো হয়েছে দেশবাসীকে৷ তবে এই তহবিলে টাকা দিতে হলে একাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে৷ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা যেকোনো নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানো যাবে৷ এই তহবিল থেকে সেই টাকা দেশবাসীর সাহায্যার্থে পাঠানো হবে৷ দেশের যে কোন প্রান্ত থেকেই এই একাউন্টে টাকা পাঠাতে পারবেন প্রত্যেকে৷ দেশের এমন পরিস্থিতিতে দেশের পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক সেলিব্রিটিরা ইতিমধ্যেই অক্ষয় কুমার 25 কোটি টাকা দান করেছেন এই তহবিলে৷