April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত ভারতীয় নৌ-বাহিনীর ২০ জন সেনা


সারা বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস নিয়ে এাহি এাহি রব। এরইমধ্যে ভারতীয় নৌসেনাবাহিনীতে ধরা পড়ল করোনার প্রকোপ। বাণিজ্য নগরী মুম্বাইতে করোনা আক্রান্ত হল ২০ জন কর্মী। আক্রান্তদের ইতিমধ্যেই নাভাল হাসপাতলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যে সমস্ত কর্মীরা এসেছিলেন তাদের রীতিমতো খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। আক্রান্ত কর্মীরা প্রত্যেকেই তারা আইএনএস আংরেতে একই আবাসনের ব্লকে বসবাস করেন। এই কর্মীদের কাজ ওয়েস্টার্ন নেভাল কমান্ডোকে প্রশাসনিকভাবে ও পরিকল্পনায় সাহায্য করা। ওই আবাসনে বসবাস করা প্রত্যেকেরই কোভিড১৯ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

কিন্তু লকডাউনের কারণে ওই আবাসন বন্ধ রয়েছে তাই সেখানে থাকা কর্মীরা কিভাবে করোনা আক্রান্ত হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বাইরে থেকে এখানে কেউ এসে ছিলেন কিনা তা নিয়েও চলছে খোঁজ। এর আগে জওয়ানদের মধ্যে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তাদের মধ্যে ৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছে বলেও জানা যায়। কিন্তু নৌবাহিনীতে এই প্রথম করোনা ধরা পরল।