March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় রবিবার রেকর্ড গড়ল বাংলাদেশ

করোনা করাল থাবায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় রবিবার রেকর্ড গড়ল বাংলাদেশ। সরকারি পরিসংখ্যান অনুজায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গিয়েছেন ১৪ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জন। পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ ৮৮৭ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর জেরে বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জন। সূত্রের খবর, বাংলাদেশের পুলিশকর্মীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। রবিবার নতুন করে আরও ৮৫ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মোট ১ হাজার ৫৯৪ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গিয়েছেন সাতজন পুলিশকর্মী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৭ জন।