March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

‘এতগুলো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। আমরা মর্মাহত’, ঔরঙ্গাবাদের ঘটনায় টুইট প্রধানমন্ত্রীর

করোনা রুখতে রাজ্যজুড়ে জারি লকডাউন। এরই মধ্যে শুক্রবার মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনা ঔরঙ্গাবাদে। মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ হেঁটে ফেরার পথে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। আচমকা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় অন্তত ১৬ জনের, আহত একাধিক। সেই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে গভীর শোকপ্রকাশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এতগুলো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। আমরা মর্মাহত। রেলমন্ত্রী গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় সমস্ত রকম বিষয়ে সাহায্য করা হবে।” ইতিমধ্যেই এই ঘটনা কীভাবে ঘটল, চালকের ভূমিকা কী, তা নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।