April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এক দিনে করোনা আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ফ্রান্সে, ভয়াবহ পরিস্থিতি বিশ্বে

করোনা ভাইরাসের ত্রাস গোটা বিশ্বে | দিনদিন ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা | বিশ্বের প্রতিটা দেশে করোনা ভাইরাসের থাবায় দেশজুড়ে ভয়াবহ চিত্র ধারণ করেছে | ইউরোপের মধ্যে এবার ফ্রান্সের এক দিনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় | তার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে | এখনো পর্যন্ত মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স | মঙ্গলবার সেখানে 1817 জনের মৃত্যু হয়েছে কোভিড19 এ আক্রান্ত হয়ে |

এখনো পর্যন্ত ইতালিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 17 হাজার | একদিনে মৃত্যু হয়েছে 731 জনের | বর্তমানে ফ্রান্সের মোট মৃত্যুর সংখ্যা 10 হাজার ছাড়িয়ে গেছে | সারা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা 13 লক্ষ্য তার মধ্যে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা 74 হাজার 550 | এই পরিস্থিতিতে ফ্রান্সে জারি করা আছে লকডাউন | সূত্রের খবর, আগামী 15 ই মার্চ থেকে সেখানে লকডাউন জারি করা হয়েছিল | কিন্তু তা সত্ত্বেও আক্রান্তের হার এত পরিমাণে বেড়ে যাওয়ায় হিমসিম খাচ্ছে চিকিৎসকের | মৃতের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স | এর আগে রয়েছে আমেরিকা ইতালি ও স্পেন |