April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

একদিনে করোনা আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা 969 জন

করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ৷ চীনা করোনা ভাইরাসের গ্রাসে এখন গোটা বিশ্ব৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও৷ বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় ইতালিতে এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি ছিল৷তবে এবার সেই সংখ্যাকে ছাপিয়ে গেল আমেরিকা৷ এবার ফের শোনা গেল ইতালিতে একদিনে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 969 জন৷ করোনা মোকাবেলায় ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা৷ এখনো পর্যন্ত জানা যাচ্ছে ইতালিতে মোট মৃতের সংখ্যা নয় হাজার ছাপিয়ে গিয়েছে। তবুও আশার আলো রয়েছে চিকিৎসকদের মধ্যে৷ সূত্রের খবর শুক্রবার ইতালিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 10 হাজার 950 জন৷
এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5 লক্ষ 96 হাজার৷ আর তারই মাঝে মৃত্যু হয়েছে প্রায় 27 হাজারের বেশি মানুষের৷ইউরোপে মৃতের সংখ্যা প্রায় 17 হাজার৷ ফ্রান্সে মৃত্যুর সংখ্যা প্রায় 1000 ৷ যে হারে দিনদিন করোনা ভাইরাস গোটা বিশ্বে থাবা বসাচ্ছে তাতে বিশ্বের অর্থনীতির হালও সংকটজনক অবস্থায় পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ অন্যদিকে অর্থনীতির হাল ফেরাতে 150 লক্ষ্য কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷