
আগামী 16 এপ্রিল উপনির্বাচনের গণনার দিনে উত্তরবঙ্গের সফরে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের | আর তারপর দিন কলকাতায় পা রাখার কথা তার | কিন্তু এই সফর নিয়ে আপাতত দ্বিধায় রয়েছে সাউথ ব্লক | দলের একাধিক সংসদ এই প্রস্তাব ইতিমধ্যে সাউথ ব্লকে পৌঁছে দিয়েছে |
2021 সালে বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় হারের পর গত একবছরে বাংলা মুখ হননি অমিত শাহ | কিন্তু এবার একুশে নির্বাচনে বিজেপি আটকে গিয়েছে 70 আসনের | তাই উপ নির্বাচনের ফলে জোড়া ধাক্কা খাওয়ার দিনে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর চাইছেন না অমিত অনুরাগীরা | সে ক্ষেত্রে অমিত শাহর বাংলা সফর পিছিয়ে মে মাস হতে পারে বলে জানা যাচ্ছে |
More Stories
শুভেন্দু কে গ্রেপ্তারের দাবিতে রাজভবনে তৃণমূল
আগামী কয়েক দিন নেই ভারী বৃষ্টির সম্ভাবনা
15 হাজারের গণ্ডি পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা