February 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

আলিপুর জর্জ কোর্টের 13 নম্বর কোর্ট রুমে আগুন, ঘটনাস্থলে যায় দমকলের চারটে ইঞ্জিন

সাত সকালে আলিপুর জর্জ কোর্টের 13 নম্বর কোর্ট রুমে আগুন লাগে| অতিরিক্ত বিচারপতি ও রেকর্ড রুম ছিল এটি| দমকলের 4 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| ওই রুমে থাকা জিনিসের 80 শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে দমকল সূত্রে খবর| শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, আসবাব সহ মামলার প্রচুর নথি পুড়ে গেছে যা ভবিষ্যতে মামলাকে এগিয়ে নিয়ে যেতে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে| 13 রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে বাকি ঘরগুলি| প্রাথমিক ভাবে ইলেক্ট্রিকাল ফায়ার মনে করা হলেও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|