March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অসহায়দের মুখে খাবার জোটাতে সাইকেলে সফর দম্পতির

করোনার মোকাবিলায় সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে গৃহবন্দী হয়ে পড়েছে রাজ্যের মানুষ, কর্ম খাড়া হয়ে গিয়েছে দিন আনে দিন খায় পরিবার গুলি, আর এই পরিস্থিতিতে দুস্থ পরিবার গুলি দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছে, ফলে দু’মুঠো খাবার পাওয়ার লক্ষ্যে বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে, কারণ বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজ সেবী সংগঠন গুলো এই সব মানুষদের কথা মাথায় রেখে এগিয়ে আসছে, তেমনই এক ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এলাকায়, খাবারের খোঁজে অসহায় এক দম্পতি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন এলাকার বিভিন্ন জায়গায়, হলদিয়া থেকে মেচেদার কাছে এই দম্পতি এলে নজরে আসে স্থানীয় এক সমাজ সেবী সৃজন সমাজ সেবী সংগঠন, এর পর ওই দম্পতিকে খাদ্য সামগ্রী দেওয়াসহ আগামী দিনে তাদের পাশে থাকার অঙ্গীকার দিলেন এই সমাজ সেবী সংগঠন, আর এতেই স্বস্তি বোধ করেছে এই দম্পতি।