May 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অনির্দিষ্ট কারণের জন্য ফের পিছিয়ে গেল বিগ বস এর আগামী সিজন

অনির্দিষ্ট কারণের জন্য ফের পিছিয়ে গেল বিগ বস এর আগামী সিজন. শোনা গিয়েছিল ৫ সেপ্টেম্বর থেকে ‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হতে চলেছে। কিন্তু সেই সূচি মেনে এ বার পর্দায় আসছে না জনপ্রিয় এই রিয়েলিটি শো। কোভিট কাঁটা তো প্রথম থেকেই ছিল। তার সঙ্গে যোগ হয়েছে সুশান্তকাণ্ডে সলমনের পড়তি জনপ্রিয়তা। স্বজনপোষণে অভিযুক্ত বলিউড তারকাদের থেকে মুখ ফিরিয়েছেন দর্শকরা। ফলে বিগ বস-এর সঞ্চালক হিসেবে সলমন খান আগের মতোই কার্যকর হবেন কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।