September 27, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

অতিরিক্ত ফি বৃদ্ধির দাবিতে অশোক হল স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের অতিরিক্ত ফি বৃদ্ধির দাবিতে এদিন সকাল থেকেই কলকাতার অশোক হল স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি স্কুল কর্তৃপক্ষ গত তিন মাস ধরে অনলাইনে পড়াশোনা করাচ্ছে । সে অর্থে তারা শুধুমাত্র টিউশন ফি দেবে। সেশন ফি দেবে না।এর পাশাপাশি অন্যান্য সমস্ত খরচ যেমন কম্পিউটার খরচ ,বা স্কুলে যাতায়াতের জন্য বাসের খরচ বা ল্যাবের খরচ দেবেন না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সবকিছুরই ফি চাইছে । তাই তারা স্কুলের সামনে বিক্ষোভ করেন ।তাদের দাবি স্কুল কর্তৃপক্ষকে চিঠি বা ই-মেইল পাঠানো হলো কোনো উত্তর দেয়নি ।এমনকি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে সাক্ষাৎ করে নি ।আর এই নিয়ে এদিন তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের সামনে।