April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হয় আদিবাসী দিবস

বামনগোলা: ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ও ভারত ছাড়ো আন্দোলন শহীদ দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বামনগোলা ব্লকের ছোটপাতারি গ্রামে পালন করা হয় আদিবাসী দিবস। উল্লেখ্য আজ ৯ই আগস্ট এদিন ব্লক প্রশাসনের উদ্যোগে পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস। যেহেতু বামনগোলা ব্লক হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা,। তাই বামনগোলা ব্লকের ছোট পাতারি গ্রামে মাঠে আদিবাসী বীর যোদ্ধাদের প্রথমে ছবিতে মাল্যদান করা হয় ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, শেষে আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। তারই পাশাপাশি এলাকার বিশিষ্ট আদিবাসীদের সম্মান জানানো হয় এবং আদিবাসী বীর যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ পিংকি সরকার মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী অমল কিস্কু, ও দ্বিজেন মন্ডল ‌ এছাড়া উপস্থিত ছিলেন বামনগোলা থানার ওসি অভিষেক তালুকদার, পাকুয়াহাট ফাঁডির আইসি অজয় চৌধুরী মহাশয়, ও চাঁদপুর অঞ্চলের উপপ্রধান সহ বিভিন্ন আধিকারিকরা এদিন এখানে উপস্থিত ছিলেন। শেষে আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়।