April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরিতে অনুমতি পেল বেঙ্গল কেমিক্যালস

করোনা ভাইরাস এর ত্রাস গোটা বিশ্বে যে হারে থাবা বসিয়েছে তাতে প্রতিনিয়ত বাড়ছে আতঙ্ক | হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | এবার প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে ওষুধের অভাব দেখা দিচ্ছে | এই রোগের জন্য প্রয়োজন হাইড্রক্সিক্লোরোকুইন | তবে প্যারাসিটামলের মতো বিভিন্ন ওষুধ তৈরি করলেও হাইড্রক্সিক্লোরোকুইন কখনো তৈরি করেনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিটিক্যাল সংস্থা | কিন্তু দেশের করোনা পরিস্থিতিতে এই ওষুধের চাহিদা অনেক বেশি | এমনকি ভারত, আমেরিকা সহ কয়েকটি দেশকে এই ওষুধ রপ্তানি করবে বলে জানা গিয়েছে |

তাই এবার রাজ্যের তরফ থেকে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরিতে ছাড়পত্র দেওয়া হল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিটিক্যাল ল্যাব কে | মূল কাঁচামাল হাইড্রক্সিক্লোরোকুইন পেলেই ঔষধ তৈরীর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে | তবে সূত্রের খবর, হাইড্রক্সিক্লোরোকুইন এপিআই ভারতেই তৈরি হলেও এর চাহিদা বেড়ে যাওয়ায় যোগান নিয়ে সংশয় তৈরি হচ্ছে | দ্রুত যোগানের জন্য কেন্দ্র রাজ্যকে আর্জি জানানোর কথা বলেন BCPL এর ম্যানেজিং ডিরেক্টর পিএম চন্দ্রাইয়া | পাশাপাশি তিনি জানান, প্রতিদিন 10 লক্ষ পর্যন্ত ওষুধ তৈরি হতে পারে বলে | এবং প্রয়োজন হলে শিফটের সময় বাড়িয়ে ওষুধের উৎপাদন বাড়ানো হবে বলেও জানান তিনি |