April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্কুলের খাদ্য সামগ্রী চুরির অভিযোগে আটক শিক্ষক

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- স্কুলের মিড ডে মিলের খাদ্য সামগ্রী চুরি করার অভিযোগ উঠল শিক্ষক বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট শোরগোল গোটা এলাকায়, অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নং ব্লকের খড়ুইগড় হাই স্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলের শিক্ষক মিডডে মিলের সামগ্রী জ্বালানী, চাল চুরি, ডাল চুরি করছিল সেই সময় গ্রামবাসীরা ওই শিক্ষক কে হাতে নাতে ধরে ফেলে। গ্রামবাসীরা স্কুলের মধ্যে আটকে বিক্ষোভ দেখান। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক, তিনি বলেন আমাদের স্কুলের রান্নার জালানী স্টক হয়ে রয়েছে, ক্লাসরুম খালি করতে হবে তাই প্রধান শিক্ষক নিত্যানন্দ জানার কথামতো মিড-ডে মিলের দায়িত্বে আমি এবং সহকর্মী সংকেত জানা দুই জন মিলে আলোচনা করে আমার মতে কাঠ মিলের মালিক কে ডেকে কাঠ দেওয়ার ব্যাবস্থা নি। জালানী কাঠ দেওয়ার সময় গ্রামবাসী বাধাদেয় এবং আমাকে আটকে রাখে। আমি প্রধান শিক্ষক কে ফোন করি যেহেতু উনি এই সব বিষয়ে দায়িত্বে র রয়েছেন, আসবেন বললেন কিন্তু এতক্ষণ আসছেন না কেন বুঝতে পারছি না।না এসে এই চুরির দায়ভার আমার উপর চাপিয়ে দেওয়ার কারন বুঝতে পারছি না।
গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরে চাল চুরি ডাল চুরি জালন চুরি চলছে, হাতে নাতে ধরেছি রান্নার জালানী চুরি করে বিক্রি করে দেওয়ার জন্য শিক্ষক অনুপ সাউ কে, এই চুরির পেছনে বড় হাত রয়েছে প্রধান শিক্ষক নিত্যানন্দ জানার, আমরা এর প্রতিকার চাই দোশীদের চরম শাস্তি দেওয়া হোক, অন্য দিকে এই গোটা ঘটনায় স্কুলের
সহ শিক্ষক তপন শীট বলেন, আমরা টেলি ফোনে জানতে পারলান অনুপ বাবু জালানী কাঠ নিয়ে যাচ্ছিলেন তাকে গ্রামবাসিরা বাধা দেয় এবং আটকে রাখে, আমরা প্রধান শিক্ষক কে ফোনে যোগাযোগ করে পাইনি, বাড়িতে গিয়ে ছিলাম পাইনি উনি বিশেষ কাজে দেশের বাড়ি গেছেন, তাই আমি এবং শিক্ষক সংকেত জানা বিদ্যালয়ে আশি অনুপ বাবুকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, একট লখিত আকারে প্রতিশ্রুতি করি প্রধান শিক্ষক কে নিয়ে গ্রামবাসিদের ডেকে একটি আলোচনা করার ব্যাবস্থা নেবো এই ভাবে অনুপ বাবু কে ছাড়িয়ে নিয়ে যাই গ্রামবাসীর হাত থেকে।