April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সি পিএমের হার্মাদরা গেরুয়া বসন পরে এখন বিজেপির জল্লাদ হয়েছে, শালবনিতে এক সভায় বলেন ছত্রধর মাহাতো

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলাপরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০০৯ – ২০১০ সালে সিপিএমের যে হার্মাদরা গোটা জঙ্গল মহল জুড়ে নির্বিচারে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল।সিপিএমের সেই হার্মাদ রা এখন গেরুয়া বসন পরে বিজেপির জল্লাদ হয়েছে।তারা একই কায়দায় তৃণমূল কর্মীদের উপর এখন হামলা করেছে।তিনি আরো বলেন যে এদের বিরুদ্ধে সবাই কে ঐক্য বদ্ধ ভাবে আন্দোলনে সামিল হতে হবে।তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না।কারণ জঙ্গল মহলের মানুষ শান্ত, নিরীহ।তাদের উপর কোন আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না।তিনি বলেন বিজেপি নেতারা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড কে ভাঁওতা বলে প্রচার করছেন।অথচ বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপথি সপরিবারে দুয়ারে সরকার এর শিবিরে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন।এর থেকে বোঝা যায় ওরা মানুষকে এক বলছেন,নেতারা গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করছেন।ছত্রধর মাহাতো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে আরো বলেন যে গদ্দার কে জঙ্গল মহলের মানুষ আগামী দিনে উপযুক্ত জবাব দিবে।জঙ্গল মহলের ভূমিপুত্র ,মুক্তি সূর্য কোন গদ্দার হতে পারে না।জঙ্গল মহলের ভূমিপুত্র হলেন জঙ্গলমহলের মানুষ।সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেন।তিনি বলেন আমরা সবাই ভগবান জয় শ্রী রাম কে সম্মান করি,কেউ যদি জয় শ্রী রাম কে নিয়ে রাজনীতি করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি মানুষ চুপ করে থাকবে।জঙ্গল মহলের মানুষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কে যোগ্য জবাব দেবে।বিধায়ক শ্রীকান্ত মাহাতো জঙ্গল মহলের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের হাত কে শক্তি শালী করে তোলার জন্য সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকার আহ্বান জানান।