April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সাসপেন্ড প্যান্টালুনসের ২২ জন কর্মী, একাংশের দাবী জাতীয় সঙ্গীত বাজানোয় এই পরিনতি

জাতীয় সঙ্গীত বাজানোয় সাসপেন্ড প্যান্টালুনসের ২২ জন কর্মী৷ বরখাস্ত সহকর্মীদের পাশে দাঁড়াতে ধর্ণায় ওই সংস্থার আরও ১৫০ জন কর্মী৷ তবে কর্মীদের একাংশের দাবি বাংলায় কথা বলার জন্য এই পদক্ষেপ অন্যদিকে কর্মীদের অন্য অংশের দাবি জাতীয় সঙ্গীত বাজানোয় সাসপেন্ড ওই কর্মীরা৷ তবে প্যান্টালুনস কর্তৃপক্ষ কর্মী বরখাস্ত করার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে, তারা জানিয়েছেন, বরখাস্ত হওয়া কর্মীদের কারও বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। যেমন- ক্রেতাদের সঙ্গে অভদ্র ব্যবহার, মহিলা সহকর্মীদের হুমকি, আবার কারও বিরুদ্ধে শোরুমের কাজকর্ম সঠিকভাবে কাজ না করার অভিযোগ ছিল৷ এই অভিযোগের উপযুক্ত তদন্ত করে, কোম্পানির নিজস্ব নীতি অনুযায়ী নোটিস দিয়ে দোষী কর্মীদেরই বরখাস্ত করা হয়েছে৷ অন্যদিকে, ওই ২২ সহকর্মীকে চাকরিতে ফেরানোর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্ণায় ক্যামাক স্ট্রিট প্যান্টালুনস শাখার ১৫০ কর্মী৷