April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সমুদ্র গর্ভে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- হাওয়া অফিসের নির্দেশ অনুসারে সমুদ্র গর্ভে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ,যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র, ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত এলাকায় কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে সতর্কবার্তা, মাইকিং করে এলাকা বাসীকে সতর্ক করে দেওয়া হচ্ছে জেলা প্রশাসন দপ্তর থেকে, বৃহস্পতিবার সকাল থেকেই দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, যদিও এই মুহূর্তে সমুদ্র সৈকত এলাকায় পর্যটক না থাকার কারণে অনেকটাই সুস্থ রাখে জেলা প্রশাসন, তবুও এলাকা বাসীর সুরক্ষা রাখার লক্ষ্যে সতর্ক করে দেয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। তবে এই জলোচ্ছ্বাসকে উপলব্ধি করতে ইতিমধ্যে বেশ কিছু পর্যটক হাজির হয়েছে সমুদ্র সৈকত এলাকায়, যাদের বক্তব্য এর আগে এই অপরূপ চিত্র কখনোই চোখে পড়েনি, তবে এই সময় সমুদ্রের এই চিত্র মনকে আরো চঞ্চল করে তুলছে, তবে প্রশাসনের নির্দেশ অনুসারে আমরা সব সময় সতর্ক রয়েছি।