April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনে হাজার অসহায়দের মুখে অন্ন যোগাল পারুলের সেচ্ছাসেবী সংস্থা

করোনার জেরে দেশ জুড়ে জারি রয়েছে লক ডাউন। ফলে কাজ হারা রাজ্যের বহু মানুষ। বাড়িতে বসে দিন কাটছে তাদের কারণ বর্তমান স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। দিন আনি দিন খাই পরিবার গুলি লক ডাউনে পড়েছেন বিপাকে। অসহায় সেই সব মানুষদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল পানি পারুলের বেরা মেডিক্যাল স্টোর ও পানিপারুল আমরা কজন সেচ্ছা সেবী সংস্থা।

মানুষের মুখে খাবার তুলে দিতে তাঁরা চাল, ডাল, আলু-সহ খাদ্য সামগ্ৰী তুলে দিলেন দুস্থ ও গরীব মানুষদের হাতে। শুক্রবার পানি পারুল এলাকার প্রায় হাজার জন দুঃস্থদের হাতে এই সমস্ত খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়। এই দুঃসময়ে খাদ্য শস্য পেয়ে খুশি গরীব মানুষরাও। তাছাড়া সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কর্মকর্তাদের দাবি,“মানুষ প্রচণ্ড অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করছে। বহু মানুষ কাজ হারিয়ে আজ বাড়িতে বসে আছেন। তাই বলে আমরা থেমে নেই। বহু মানুষ আজ আমাদের থেকে অনেক বেশি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। না খেয়ে পড়ে আছেন রাস্তার পাশে ফুটপাতে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে আরও বেশি মানুষকে দিতে পারলে ভাল হবে।