April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন এর জেরে আটকে পিএসসির বেশ কয়েকটি পরীক্ষা

করোনা সংক্রমণ রোধ করতে দেশজুড়ে একের পর এক দফায় চলেছে লকডাউন। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে পঞ্চম দফার লকডাউন। এই দীর্ঘ লকডাউন এর কারণে দেশের অর্থনৈতিক চাকা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেটি চালু করতে লকডাউন চললেও তা কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এখনই সরকারি কোন পরীক্ষা বা ইন্টারভিউ নেবে না। যদিও রাজ্য সরকারের নির্দেশ মেনে সোমবার থেকে ৭০শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করেছে তারা। গত ২৫ মার্চ থেকে অন্যান্য সংস্থার মতো এই সংসদীয় বন্ধ ছিল। কিন্তু লকডাউনের মধ্যেও কমিশনের চেয়ারম্যান এবং বাছাই করা কিছু কর্তা অফিস করেছেন। সেই কারণেই লকডাউন এর মধ্যেও একাধিক পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে অনলাইনে। সূত্রের খবর গত সাড়ে তিনমাসে কমিশনের প্রায় দেড় ডজন পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি অসংখ্য ইন্টারভিউ নেওয়া হয়নি। তবে কবে থেকে এই প্রক্রিয়া চালু হবে তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি কমিশন।