April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের খাবারের ব্যবস্থা করলো এক স্বেচ্ছাসেবী সংগঠন

মালদাঃ- সাড়া দেশে লক ডাউনের চলছে চারিদিক বন্ধ, পেটে ঠিক করে খাবার জুটাতে পারছে না বহু মানুষিক ভারসাম্যহীন মানুষ। ঘর ছেড়ে ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানুষিক ভারসাম্যহীন মানুষেরা। গ্রামে ঢুকতে গেলে তাদের দিকে নজর দেওয়া হচ্ছে করোনার ভয়ে।এদিন রবিবার একটি সেচ্ছাসেবী সংগঠন তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা এমন অবস্থায় তাদের পাশে দারালেন তাদের সাহায্য হাতে বারিয়ে দিয়েছেন তাদের কোয়ারেনটাইন ব্যাবস্থা করেছে। সেই সমস্ত মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তিদের রেখে তাদের খাবারের ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে। সঙ্গে খোঁজ চালানো হচ্ছে তাদের পরিবারের সাথে। গতো 9 তারিখ তারাশঙ্কা চ্যারিটির সদস্যরা এমন অবস্থায় মানুষিক ভারসাম্যহীন মহিলাটিকে উদ্ধার করা হয় সিঙ্গাবাদ রেল স্টেশন চত্বর থেকে। তাকে উদ্ধার করে তাকে পেট ভরে খাওয়ানোর পর তার ঠিকানা জোগাড় করতে সক্ষম হয়। সদস্যরা জানতে পাটে তার বাড়ি
মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত কামালপুর গ্রামের বাসিন্দা।
নাম তানজিমা খাতুন।
তৎক্ষণাৎ গুগল মাপের দ্বারা সেখানকার দোকানদার, ও কিছু অফিসারের সাথে কথা হয়। গুগল থেকে সামসেরগঞ্জের BDO ও IC নম্বর জোগাড় করতে সক্ষম হয়। তাদেরকে ঘটনাটা খুলে বলার পর তাদের পারমিশন দেই মালদা থেকে নিয়ে আসার জন্য। আজকে হবিবপুর পুলিশ স্টেশনের সহযোগিতা নিয়ে তানজিমা খাতুন কে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তানজিমা প্রায় 2 মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলো। বহু খোঁজাখুঁজির পরেও কোনো হদিস পাওয়া যায়না। লকডাউনের মতোন ভয়াবহ পরিস্থিতিতে তানজিমাকে তারা প্রচণ্ড খুশি। তারাশঙ্ক বলেন মালদা জেলার পুলিশ হবিবপুর থানার পুলিশ সহোযোগিতায় করায় আমারা এই লকডাউনের মধ্যে এতো বড়ো কাজ করতে সক্ষম হতে পেরেছি।