April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মনীষীদের কলুষিত করার চেষ্টা করছেন রোদ্দুর রায়, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই কালীঘাট থানায় বিক্ষোভ-অবস্থান শিক্ষকদের

অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগে রোদ্দুর রায়কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবার পথে নামলেন শিক্ষকরা। জানা গিয়েছে, রবীন্দ্রভারতী-বিতর্কের পর রোদ্দুর রায়ের বিরুদ্ধে ৯ মার্চ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, বাংলার সংস্কৃতি ও মনীষীদের কলুষিত করার চেষ্টা করছেন রোদ্দুর রায়। একইসঙ্গে মনীষীদের সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার যে ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন, সেই চেষ্টা কেও কলুষিত করার চেষ্টা করছেন রোদ্দুর রায়।

সে কারনেই প্রতিটি জেলার মুখ্য থানায় অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার সকালে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। শেষমেষ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তারা এবার সরাসরি কালীঘাট থানার সামনে বিক্ষোভে সামিল হন। তবে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের গ্রেপ্তারি নিয়ে উলটে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে একাধিক ফেসবুক করেন তিনি। কোনও পোস্টে লেখেন ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক। কখনও আবার বলেছেন, সকাল থেকে বসে রয়েছি কেউ এল না গ্রেপ্তার করতে! তবে একাধিক থানায় এত অভিযোগের সত্ত্বেও কেন গোটা বিষয়টি নিয়ে উদাসিন প্রশাসন ? তা নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে।