April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারত-বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম থেকে ৩২টি দামি স্মার্টফোন সহ গ্রেফতার এক পাচারকারী

মালদা, ১০ জুন : লকডাউনের মধ্যে দামি মোবাইল পাচারচক্রের হদিস পেল পুলিশ৷ গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম থেকে ৩২টি দামি স্মার্টফোন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহিন আখতার৷ তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্সটোলা গ্রামে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন নামিদামি কোম্পানির ৩২টি স্মার্টফোন৷ উদ্ধার হওয়া ফোনগুলির বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ সাহিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৩ ও ৪১৪ ধারায় মামলা রুজু করে তাকে কালিয়াচক থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷ গতকাল গোটা অভিযানের নেতৃত্ব দেন গোলাপগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহা ও এএসআই আতাউর রহমান৷ কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, আজ ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে৷