April 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারও বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি নেতৃত্বের, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়, এই ঘটনায় তিন জন আহত বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ও রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামে। পুলিশ সূত্রের খবর, রামনগর থানার থিয়ার বাজারে আমপানে ক্ষতি পূরণে স্বজন পোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ মালির নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ইঁট, রড, লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে বিজেপির অভিযোগ। দুস্কৃতীদের মারে শম্ভু মুণিয়া, জয়দেব মুণিয়া ও সুকুমার জানা নামে তিনজন বিজেপির সক্রিয় কর্মী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিসাই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রের দাবি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, তৃণমূলের আশ্রিত দুস্কৃতীরা পরিকল্পিত ভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস বলেন, “মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে।