April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা, স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা হু-এর

দিন দিন বেড়েই চলেছে কারোনা ভাইরাসের আতঙ্ক। বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ তে। পাশাপাশি ৪৭৮ জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে চিন সরকার। চিনের বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে গিয়েছে এই মারণ ভাইরাস৷ সূএে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা চিনে মোট ১৭,২০৫ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন একের পর এক নাগরিক। এরপরই তাদের শরীরে পাওয়া যায় চীনা ভাইরাস। তবে চীনের পাশাপাশি এখনও পর্যন্ত বিশ্বের ২০টি দেশে করোন ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই ভাইরাসের কারণে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।