April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এর আগে দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:: নলবাহি গ্যাস পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এলপিজি ইমপোর্ট টার্মিনাল হলদিয়াতে তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে ধবি থেকে দুর্গাপুর গ্যাসের পাইপলাইন পোতার কাজ ও রানিচক এর রেল ব্রিজ এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং পেট্রোলিয়ামজাত বিভিন্ন পণ্যের জন্য হলদিয়াতে নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7 তারিখ। সেই সমস্ত প্রকল্পগুলো সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তথ্য শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তিনি বলেন আগামী দিনে সারা ভারতবাসীর ঘরে ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।

ইতিমধ্যে দেশের প্রতিটি গরীব মানুষের জন্য উজালা গ্যাস যোজনা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার বড় বড় শহর অঞ্চলগুলিতে মাধ্যমে ক্যাশ পরিষেবা পৌঁছে দেওয়ার কথা জানান। একই পদ্ধতিতে গ্রাম অঞ্চলগুলিতে গ্যাস সরবরাহ করা হবে বলে জানান তিনি।