April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পিঁয়াজ চুরির অভিযোগে সালিশি সভায় মারধোরের ঘটনায় আত্মঘাতি প্রৌঢ়া

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মাঝিয়ারিতে পিঁয়াজ চুরির অভিযোগে সালিশি সভায় প্রৌঢ়াকে অত্যাচার করার অভিযোগে প্রৌঢ়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, কালিয়াগঞ্জের মাঝিয়ারির ঝাপুলের বাসিন্দা ছিলেন বছর ৬৪-এর মিনতি মণ্ডল। জানাযায়, দীর্ঘদিন ধরে কর্মসূত্রে তার ছেলে থাকেন দিল্লিতে ও তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারনে বাড়িতে একাই থাকতে হত প্রৌঢ়াকে। এরসাথে আরো জানাযায়, ব্যাবসায়ীদের হাটে ফেলে যাওয়া সবজি কুড়িয়ে পেট ভরাতে হত। প্রাথমিকভাবে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তার জেরেই শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই প্রৌঢ়া। পরের দিন সকালে ঘর থেকে উদ্ধার হয় দেহ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

কিন্তু মৃত্যুর দু’দিন পর প্রকাশ্যে আসে আর এক চাঞ্চল্যকর তথ্য। মৃতার মেয়ের কথায়, দিন কুড়ি আগে পিঁয়াজ চুরির অভিযোগ উঠেছিল তাঁর মায়ের বিরুদ্ধে। সেই কারণে সালিশি সভারও আয়োজন করা হয়। অভিযোগ, সেই সভাতেই অত্যাচার করা হয়েছিল ওই প্রৌঢ়াকে। বিদ্যুতের পোলে বেঁধে মারধর করা হয় তাঁকে। সেই অপমানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মিনতিদেবী। কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি জানান মৃতার মেয়ে। যদিও প্রৌঢ়ার মেয়ের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন বরুনা পঞ্চায়েতের উপপ্রধান ননীগোপাল মণ্ডল। তিনি বলেন, “সালিশি সভায় ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু কোনওরকম অত্যাচার করা হয়নি। একাজ যেন তিনি ফের না করেন, সেটাই বোঝানো হয়েছিল।” যদিও এবিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।