April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর

রবিবার সকাল বেলা একটি ভিডিও বার্তার মাধ্যমে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সকল দেশবাসীর উদ্দেশ্যে চীনা জাতীয় দ্রব্য বর্জন করে স্বদেশে জিনিস ব্যবহার করুক দেশবাসী। তার কারণ হিসেবে তিনি বলেছেন এই মুহূর্তে ভারতের সমস্ত সীমান্তে যেভাবে চীন যুদ্ধের দামামা বাজাতে শুরু করেছে বা যুদ্ধ যুদ্ধ রব তুলেছে সেই হিসেবে প্রত্যেকটি দেশবাসীকে গর্জে ওঠার আবেদন জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।এর পাশাপাশি তিনি জানিয়েছেন চীন থেকে আমদানি আমাদের দেশে সবচেয়ে বেশি হয় এবং উল্টোদিকে রপ্তানি হয় কম।এর ফলে অর্থনৈতিকভাবে আমাদের উপর অনেকাংশে নির্ভরশীল চীন। আবার ভারতের সঙ্গেইু যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে চীন। এমত অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন চীনা জাত জিনিস সমস্ত কিছু বর্জন করে সাধারন মানুষ স্বদেশী জিনিস বহার করুক এবং তার ফলে অর্থনৈতিক কাঠামো অনেকটা হলেও শক্তিশালী হবে। প্রয়োজন হলে আমাদের পাশে সমস্ত বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলি রয়েছে সেখান থেকে জিনিস আমদানী করা হোক। কিন্তু কোনমতেই চীনাজাত জিনিস ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।