April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দমকল পরিষেবাকে আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য দমকল বিভাগ

দমকল পরিষেবাকে আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য দমকল বিভাগ| আমেদাবাদের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে কেনা হয়েছে 4 টি রোবট| যে রোবট ফায়ার ফাইটার ছাড়াই আগুন নেভাতে সক্ষম| যেসমস্ত জায়গায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের| সেই সমস্ত জায়গায় অনায়াসেই আগুন নেভাতে পারবে এই রোবট গুলি| প্রায় সাড়ে 4 কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে রোবট গুলি| রোবট গুলিকে বহন করতে তৈরি করা হয়েছে বিশেষ গাড়ি| প্ৰতি মিনিটে 1800 লিটার জল নিক্ষেপ করতে পারবে অগ্নি নির্বাপন রোবট| 6 চাকা বিশিষ্ট স্টেনলেস স্টিলের ফ্রেমের উপর বসানো এই রোবটে রয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা ও অপটিক্যাল পিটিজেড ক্যামেরা| রোবট গুলির নিজস্ব কুলিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে আগুন লাগা জায়গায় এই রোবট ঢুকলেও মেশিন স্বাভাবিক তাপমাত্রায় থাকবে| 4 থেকে 5 ঘন্টা কার্য ক্ষমতা রয়েছে ব্যাটারি চালিত এই রোবট গুলির| ভারতে প্রথম রাজ্য দমকল দফতরই নিয়ে এল এই ধরণের রোবট|