April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঝাড়গ্রামের লালগড়ের বাড়ি থেকে প্রায় 40 জন এনআইএ সদস্য মিলে গ্রেফতার করে ছত্রধর মাহাতোকে

গতকাল মধ্যরাতে ঝাড়গ্রামের লালগড়ের বাড়ি থেকে প্রায় 40 জন এনআইএ সদস্য মিলে গ্রেফতার করে ছত্রধর মাহাতোকে| এনআইএ সূত্রে খবর একাধিক তদন্তে তাকে ডাকা হলে তিনি সহযোগিতা করেন নি| চলতি মাসের 16, 18 এবং 22 তারিখে ছত্রধর মাহাতো কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল| তিনি হাজিরা দেন নি| ফের চলতি মাসের 26 তারিখ তাকে ডেকে পাঠানো হয়| 2009 সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার চেষ্টা, এবং লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো কে খুন, এই দুই মামলায় দীর্ঘদিন পর তদন্তের ভার নিয়েছে এনআইএ|তদন্তের জন্য ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা|এরপরই ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তদন্তকারীরা| প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এনআইএর সেই আবেদন খারিজ হয়ে যায়। আজ ছত্রধর মাহাতোকে এনআইএ-র বিশেষ আদালতে তোলা হয়|