April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জঙ্গল থেকে খাবারের সন্ধানে এসে বিপাকে হস্তি শাবক

জঙ্গল থেকে খাবারের সন্ধানে এসে বিপাকে হস্তি শাবক।নালা পেরোতে গিয়ে নালার জলে আটকে পড়ল হস্তিশাবক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগান এলাকায়।জানা যায় বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ শাবক সহ প্রায় ১৫ টি হাতির একটি দল রেতীর জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে যাওয়ার পথে আচমকাই ফুলে ফেপে ওঠে হাতিনালা ক্যানেল।সেই সময় দলের বড় হাতিগুলি নালা পেরিয়ে গেলেও দুইটি শাবক হাতি নালার জলে আটকে যায়।তড়িঘড়ি হাতির দলটি একটি শাবক হাতিকে উদ্ধার করতে পারলেও অপরটি প্রায় ৫০০ মিটার দূরে ভেসে যায়।কোনোক্রমে শাবক হাতিটি নালার একটি শুকনো জায়গায় উঠে আসার চেষ্টা করতে থাকে।বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে শাবকটিকে উদ্ধার চেষ্টা করতে শুরু করে। পরবর্তীতে জাল দিয়ে শাবকটিকে স্থানীয় দের সহযোগিতায় উদ্ধার করে হাতির দলটির কাছে নিয়ে যাওয়া।শাবকের অপেক্ষায় হাতির দলটি বানারহাট কার্তিক ওরাও হিন্দী কলেজের কাছে দীর্ঘক্ষন দাঁড়িয়ে ছিল বলে বনদফতর সুত্রে খবর।সেই কারনে শাবকটিকে সেখানে ছেড়ে দেওয়া হলে শাবকটি দলে মিশে যায় বলে খবর।বনদফতর সুত্রে জানানো হয়েছে শাবকটির উপর নজর রাখা হচ্ছে।দলে ভিড়তে কোনো অসুবিধা হচ্ছে না কিনা তা নজরে রাখা হয়েছে।