April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চন্দননগর মহকুমা হাসপাতালে টিকাকরণ কর্মসূচি

চন্দননগর মহকুমা হাসপাতালে শুরু হল কোভিদ ভ্যাকসিন দেবার কাজ | ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন ঘোষণা করেছিল প্রথম যারা ফ্রন্টলাইন তাদেরকে প্রথম টিকা দেয়া হবে | সারা ভারতবর্ষে 3 কোটি স্বাস্থ্যকর্মী আছে সেইমতো আমাদের রাজ্যেও যারা স্বাস্থ্যকর্মীরা ডাক্তার নাসা আছেন তাদের আজকে অর্থাৎ 16 ই জানুয়ারি প্রথম টিকা করন শুরু হবে |

প্রধামন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ এর মধ্যে দিয়ে এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী দের প্রত্যেকটা জেলার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সংযোগ রেখে টিকা করন প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন |

সেই মতো হুগলি জেলা স্বাস্থ্য ও হসপিটাল গুলিতে একটা উৎসবের মেজাজ নিয়ে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করা হয়| আজকের এই ভ্যাকসিন প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্যকর্মী ডাক্তার রা প্রথমে আসেন |

এরপর যাদের নাম আগেই নথিভূক্ত করা হয়েছিল তারা এসে একে একে কোভিদ ভ্যাকসিন নেয় | এবং তাদেরকে কি কি মেনে চলা উচিত সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়| ওই দায়িত্বে যারা আছেন তারা সতর্কীকরণ করে দিচ্ছে |

এবং যারা ভ্যাকসিন নিয়েছে এই মুহূর্তে তাদের আশ্বস্ত করছে পাশাপাশি যারা এখন ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে এই সমস্ত বিষয় টা আর একবার বুঝিয়ে দেওয়া হচ্ছে|

এদিন চন্দনগর হসপিটালে 100 জন স্বাস্থ্যকর্মীকে টিকা করন করা হবে বলে জানালেন হসপিটালের সুপার|