April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গরুবোঝাই গাড়ির ধাক্কায় ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র ময়নাগুড়ির জোড়পাকড়ি

পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ি। সূত্রের খবর, রবিবার সকালে ময়নাগুড়ির জোড়পাকড়িতে টিউশন পড়তে যাচ্ছিল পদমতী কামারটাড়ি এলাকার বাসিন্দা সন্তোষ রায়। সঙ্গে ছিল বন্ধু সুদীপ রায়। দু’জনেই আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পিছন থেকে গরু বোঝাই একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সন্তোষের। গুরুতর জখম অবস্থায় সুদীপকে ভরতি করা হয় হাসপাতালে। এরপরই স্থানীয় মানুষজন খেপে ওঠেন। পরিস্থিতি বেগতিক বুঝে দুটি গাড়ি থেকে গরুগুলিকে নামিয়ে, চালক ও খালাসি পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি দুটিতে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। অভিযোগ, উত্তেজিত জনতা তাদের আগুন নেভাতে বাধা দেয়। এরপর এলাকায় পৌছয় ময়নাগুড়ি থানার পুলিশ। তাঁদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনি ও র‍্যাফ।