April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্লাবঘর তৈরির টাকায় ত্রান সামগ্রী কিনে দুস্থদের হাতে দান করল ভগবানপুর তরুন সংঘ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ক্লাবঘর তৈরির টাকা খরচ করে এলাকার মানুষ জনের হাতে ত্রান সামগ্রী তুলে দিল ভগবানপুর তরুন সংঘ। ‌লকডাউন পরিস্থিতিতে এলাকার এক হাজার মানুষের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন তুলে দিল ভগবানপুর তরুণ সংঘ। ভগবানপুর হাইস্কুলের খেলার মাঠে আয়োজিত এদিনের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে এলাকার মানুষ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। ভগবানপুর তরুণ সংঘের সভাপতি পুলক মাইতি বলেন, “ক্লাবের নতুন বিল্ডিং তোলার জন্য যে টাকা জমা ছিল সেই টাকার একটা বড় অংশ খরচ করে এই ত্রাণ বিতরণ করা হল। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে সারা বিশ্ব। সেই যুদ্ধে সামিল হল ভগবানপুর তরুণ সংঘ। বিল্ডিং পরে তোলা যাবে, আগে সবাই বাঁচি। বেশ কিছু মানুষ আজ ত্রাণ না পেয়ে ফিরে গেছে। আগামী দিনে তাদের ত্রাণ দেওয়ার উদ্যোগ নেবে ক্লাব।”