April 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, আমেরিকায় ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ২২২৮

যত দিন যাচ্ছে ততই ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মাত্র হাতে গোনা কয়েকটা দেশকে ছাড়া বিশ্বের প্রায় সবকটি দেশকে গ্রাস করেছে এই করোনা ভাইরাস। এখনো পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। গত কয়েকদিন ধরে সেই দেশের প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু মঙ্গলবার সেখানে রেকর্ড হারে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। শেষ 24 ঘন্টায় মার্কিন মুলুকে নতুন করে আক্রান্ত হয়েছেন 2228 জন। এরপর আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় 6 লক্ষ 12 হাজার 380 জন। তার মধ্যে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 25 হাজার 939 জনের। তবে এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 48 হাজার 36 জন মানুষ। আমেরিকার মধ্যে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ ২ হাজারের বেশি মানুষ। সাথে নিউজার্সিতে ও আক্রান্ত হয়েছেন 68 হাজারের বেশি মানুষ। তার মধ্যে মৃত্যু হয়েছে 2 হাজার মানুষের। আমেরিকার ঠিক পরেই রয়েছে ইতালি স্পেন ও ফ্রান্স। তবে জানা গিয়েছে, আমেরিকায় থাকা কমপক্ষে 40 জন প্রবাসী ভারতীয় মৃত্যু হয়েছে সেখানে এমনটাই সূত্র মারফত খবর। সব মিলিয়ে প্রতিদিন যেভাবে মৃত্যুর সংখ্যাও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে ভয়ে কাঁপছে গোটা বিশ্ববাসী।