April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা রুখতে বড়ো সিদ্ধান্ত রেলের, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রেল পরিষেবা

জনতা কার্ফুর মধ্যেই বড় ঘোষণা ভারতীয় রেল এর. করোনা সংক্রমণ থামাতে এবার রেল লক ডাউন এর সিদ্ধান্ত নিল রেল. আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। বন্ধ থাকবে কলকাতার মেট্রোরেলও। চলবে না লোকাল ট্রেনও। তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের জন্য চলবে মালগাড়ি। করোনা-সংক্রমণ রুখতে সব রকম পথ ব্যবহার করছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন। তা সত্ত্বেও হোম কোয়ারান্টিন ভেঙে বেঙ্গালুরু-দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করেছেন এক দম্পতি।

তাঁদের এক জনের হাতে বাধ্যতামূলক কোয়ারান্টিনের সিল দেখে বাকি যাত্রীদের নজরে আসে বিষয়টি। তখনই ট্রেন থেকে নামানো হয় ওই দম্পতিকে। এভাবে আগামী দিনেও জাতে কোনও সংক্রমিত ব্যক্তি নির্দেশিকা অমান্য করে রেলে সফর না করতে পারে তাই নিরাপত্তার জন্য রবিবার থেকেই দেশজুড়ে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিল ভারতীয় রেল মন্ত্রক। রবিবার একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়াল।