April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায়, ভারতীয় ক্রিকেট দলের ‘টিম মাস্ক ফোর্স’ এর বার্তা


করোনা সংক্রমণ সারাবিশ্বে থাবা বসিয়েছে। শত চেষ্টা করা সত্ত্বেও প্রতিহত করা যাচ্ছে না করোনা ভাইরাসকে। এবার করোনা সচেতনতায় দেশবাসীকে মাস্ক পড়ার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যক্তিত্বরা। শচীন-সৌরভ প্রমূখ ব্যক্তিরা মোট 10 জনের একটি ‘টিম মাস্ক ফোর্স’ তৈরি করা হয়েছে। এই মাস্ক ফোর্স টিমে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও রয়েছেন।

শুক্রবার ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেশের কঠিন সময় দেশবাসীকে বাড়িতেই মাস্ক তৈরি করে ব্যবহার করতে বলেন ক্রিকেট তারকারা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্ক পাওয়া যাচ্ছে না। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত যোগান না থাকায় বেশ অসুবিধা হচ্ছে ডাক্তার ও নার্সদের। তাই এই পরিস্থিতিতে ঘরে বসে মাস্ক তৈরীর বার্তা দিলেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হরভজন সিং , ধোনি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় সহ প্রমুখরা রয়েছেন। এই টিমের নাম দেওয়া হয় ‘মাস্ক ফোর্স’। ভিডিওটিতে তারা বলেন ঘরে বসে প্রত্যেককে নিজের জন্য নিজের পছন্দমত মাস্ক বানানোর কথা এবং সুতির কাপড় ব্যবহার করে সহজেই এই মাস্ক বানানো যাবে। পাশাপাশি ‘আরোগ্য সেতু’ নামের অ্যাপের উল্লেখ করা হয়েছে এই ভিডিওটিতে। সেখনে মাস্ক বানানোর পদ্ধতি দেখে সকলেই শিখে নিতে পারেন মাস্ক বানানো। পাশাপাশি সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলা হয় এই ভিডিওটিতে।