April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের সংক্রমণের নেপথ্যে রয়েছে চীন, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা


করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো নিয়ে বিশ্বের অধিকাংশ দেশই আঙ্গুল তুলেছিল চীনের দিকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম কোন ভাইরাসের আক্রান্তের খবর শোনা যায়। এদিকে করোনা রুখতে চীনের ভূমিকার দিকে বারবার প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের নেপথ্যে চীনে উহানের একটি পাইকারি বাজারের ভূমিকা ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চাঞ্চল্যকর তথ্যে স্তম্ভিত গোটা বিশ্ব।

চীনের হুবেই প্রদেশের উহান শহরের ওই পাইকারি বাজারে পশুপাখির মাংসের ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে চীন। পাশাপাশি খাদ্যসামগ্রী হিসাবে পশুপাখি বিক্রির উপরও অস্থায়ীভাবে বিধিনিষেধ জারি করা হয়। সূত্রের খবর, মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেয়ো দাবি করেন, করোনা ভাইরাস উহানের একটি ল্যাবরেটরি থেকেই বেরিয়েছে, এর স্বপক্ষে প্রচুর প্রমাণ রয়েছে৷ তবে এখনও পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দুনিয়ার সামনে আসেনি।