April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা পরিস্থিতিতে মানুষকে উৎসাহ দিতে রাজের নতুন ভিডিও গান

নিজস্ব প্রতিবেদনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে মানুষের মনে সাহস ও উৎসাহ যোগাতে পরিচালক রাজ চক্রবর্তী বানিয়ে ফেললেন একটি মিউজিক ভিডিও। ‘এই বাংলা আমার হাসবে আবার’। যেখানে মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে জীবনের ছন্দে ফেরার জন্য। গানের সুর দিয়েছেন অরিন্দম আর গান লিখেছেন প্রসেন। এই ভিডিওতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি, নুসরত, শুভশ্রী, অনির্বাণ ভট্টাচার্য, সায়ন্তিকা, অঙ্কুশ, বনি, শ্রাবন্তী প্রমুখদের। সকলে বাড়িতে বসেই শুট করেছেন এই মিউজিক ভিডিওর জন্য। রাজ চক্রবর্তী জানিয়েছেন, “আমরা প্রথমে গানটা বানালাম। যেটায় অরিন্দম সুর দিয়েছে। লিরিকস প্রসেনের। প্রথমে সবাইকে একটা ব্রিফ দিলাম। তারপর ডেমো পাঠালাম। সক্কলে খুব খুশি হয়ে নিজের মতো শুট করে দিল। সেটা আমাদের উইট্রান্সফার করে পাঠাল। তারপর ঋক বসুকে পাঠালাম। ঋকই ভিডিওটা এডিট করেছে। পুরোটাই আইফোনে শুট করা। গানের বেসিক মোটো হল মানুষকে এনকারেজ করা। যে আমরা আবার আগের জায়গায় ফিরব। মানুষ আবার হাসবে। আমরা যে আনন্দ করতে, খেলা দেখতে ভালবাসি, যে হাসিখুশি বাংলা বা আমাদের শহরকে দেখতে অভ্যস্ত আমরা, তাকে আবার দেখতে পাব। তার জন্য কিছু বিধি নিষেধ মানতে হবে আমাদের। এটাই মূল বার্তা এই মিউজিক ভিডিওর। মুক্তি পাবে সোমবার ২০ এপ্রিল সকাল ১১টায়। ইউটিউব এবং সকলের সোশ্যাল মিডিয়ায়।”