April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা চিকিৎসায় ‘প্লাজমা থেরাপি’র পরীক্ষামূলক প্রয়োগ,কাজে নামছে কেরল

করোনা চিকিৎসায় এবার পরীক্ষামূলকভাবে,প্লাজমা থেরাপি প্রয়োগে করোনা রোগীকে সুস্থ করে তোলার কাজে নামছে কেরল। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির প্লাজমা দিয়ে অসুস্থ ব্যক্তিকে সারিয়ে তোলার প্রাচীন কৌশল প্রয়োগ করোনা চিকিৎসায় দিশা দেখাতে পারে। এমনই আশার কথা শুনিয়েছে বিশ্বের তাবড় চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ। আর এবার সেই পথেই হাঁটার অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও। সূত্রের খবর, শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেশের প্রথম এই থেরাপিতে চিকিৎসা শুরু হচ্ছে। এই প্রতিষ্ঠান ছাড়াও রাজ্যের আরও ৫টি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে একই পদ্ধতি প্রয়োগের অনুমতি দিয়েছে পিনারাই বিজয়ন সরকার। আলাপ্পুঝা, ত্রিশূর, কান্নুর, কোঝিকোড়, এর্নাকুলাম – এই পাঁচ জায়গার মেডিক্যাল কলেজে কাজ হবে।

নেতৃত্বে থাকবেন কোঝিকোড়ের কভিড ক্লিনিকের বিশেষজ্ঞরা। এই চিকিৎসা বিষয়ে এক ডক্টর আশা কিশোর জানালেন, “প্রথমে সুস্থ রোগীর রক্ত নিয়ে সেখান থেকে প্লাজমা অংশটি পৃথক করা হয়। তারপর তা ট্রান্সফিউশন পদ্ধতিতে অসুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করানো হবে। কতটা কাজ করছে, তার জন্য সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে।” এর পাশাপাশি তিনি আরো বলেন, পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে। সাফল্যের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।