April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহের মাঝে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সিপিএম এর উদ্যোগে শ্রমজীবী ক্যান্টিন

পাপাই রায়,গঙ্গারামপুর: করোনা আবহের মাঝে দিন-আনা দিন-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে শ্রমজীবী ক্যান্টিন চালু করলো CPI(M) গঙ্গারামপুর এরিয়া কমিটি।শনিবার দুপুরে একটি কর্মসূচির মধ্যদিয়ে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে চালু হলো শ্রমজীবী ক্যান্টিন।প্রথমদিনে প্রায় ১১০জন দুঃস্থ মানুষের হাতে তুলে দিলো বামফ্রন্ট কর্মীরা।খাবারের তালিকায় ছিল ভাত,ডাল, ডিমের ঝোল,সবজি ও চাটনি।করোনা আবহের মাঝে CPI(M)- এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরবাসী। প্রসঙ্গত দ্বিতীয় ধাপে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। এমতো অবস্থায় ফের একবার রাজ্যজুড়ে জারি হয়েছে লকডাউন।যার কারণে কাজকর্ম হারিয়ে সমস্যায় পড়েছেন দিন-আনা দিন খাওয়া মানুষজন।তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বামফ্রন্ট।সেইমতো সাধারণ মানুষের কথা চিন্তা করে ইতিমধ্যে জেলার বালুরঘাট শহরে চালু হয়েছে CPIM-এর শ্রমজীবী ক্যান্টিন। সেইসঙ্গে শনিবার থেকে গঙ্গারামপুরে চালু হলো শ্রমজীবী ক্যান্টিন।