April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত ব্রিটিশ নাগরিকের উপস্থিতি, জানতে পেরে বিমান থেকে নামানো হল ২৭০ জন যাত্রীদের

বিমানে করোনা আক্রান্ত ব্রিটিশ নাগরিকের উপস্থিতি জানতে পারায় দ্রুত নামানো হল ২৭০ জন যাত্রীকে। জানা গিয়েছে, কেরলের কোচি বিমানবন্দরে উড়ানের জন্য প্রস্তুত ছিল ফ্লাই এমিরেটস-এর এক বিমান। কিন্তু যখনই খবর পৌছায় বিমান কতৃপক্ষের কাছে যে, ওই বিমানে রয়েছেন করোনা আক্রান্ত এক ব্রিটিশ নাগরিক।

আর তারপরেই বিমানের ২৭০ জন যাত্রীকেই নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। এরপর তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের পরীক্ষা করে তারপর ছাড়া হবে। জানা গিয়েছে, কয়েক দিন আগে ১৯ জনের একটা ব্রিটিশ দল কেরলে এসেছিল। তারা কেরলের মুন্নারে গিয়েছিল। সেখানে থাকাকালীনই তাদের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁকে সেখানের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু হঠাৎই কাউকে না বলে সেই ব্যক্তি কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে কোচি বিমানবন্দরে এসে হাজির হন। দলটির দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ওই ব্রিটিশ নাগরিকের উপর নজর রাখা হয়েছিল। তিনি বিমানবন্দরে আসার পরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, প্রথমে চিন্তাভাবনা করা হয়েছিল, ১৯ জনের ওই দলটিকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারপরে বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বিমানের ২৭০ জনকেই নামিয়ে আনা হবে এবং তাদের প্রত্যেককে পরীক্ষা করে দেখা হবে। কারণ ওই ব্যক্তির সংস্পর্শে এসে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে।