April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার করাল কোপ, দেশে আক্রান্ত ১৪০০ ছুঁই ছুঁই

গোটা বিশ্বের পাশাপাশি করোনার করাল কোপ পড়েছে ভারতেও। দিন দিন লাফিয়ে বাড়ছে নোভেলকরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নতুন করে ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যাটা ছিল ২৩০। যা এক দিনের মধ্যে সবচেয়ে বেশি।

গোটা দেশে মৃত্যু হয়েছে ৩৫ জনের। করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে কেরল। ২৩৪ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২১৬। তার পরে রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থান। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১০১, দিল্লিতে ৯৭, কর্নাটকে ৮৩, তেলঙ্গানা ৭৯, তামিলনাড়ু এবং রাজস্থানে ৭৪ জন।

সবমিলে দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩৯৭ জন। তবে আশার খবর এই যে, ইতিমধ্যেই ১২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।