April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করাল করোনার গ্রাসে স্পেন বাড়ছে আক্রান্তের সংখ্যা

করোনা মোকাবিলায় জেরবার গোটা বিশ্ব। প্রতিনিয়ত চেষ্টা চলছে বিশ্বকে করোনা মুক্ত করার। বিশ্বের প্রত্যেকটা দেশের মতো স্পেনও করোনার গ্রাসে দিশেহারা৷ ইতালির পরে করোনা আক্রান্তে চীনকে ছাপিয়ে গেল স্পেন৷সেখানে করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন করা হলেও রুখতে পারেনি করোনার সংক্রমণ ছড়ানোকে৷সূত্রের খবর জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্টে বলছে বিশ্বের করোনা আক্রান্ত দেশ গুলির মধ্যে ইতালির পরেই রয়েছে স্পেন৷মঙ্গলবার অবধি আক্রান্তের সংখ্যা 94 হাজার 417 জন, মৃত্যু হয়েছে 8189 জনের৷ এছাড়া নতুন করে আরও 9222 জনের শরীরে করোনা আক্রান্তের হদিস মেলে৷ তবে এই ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ গোটা বিশ্ব যখন করোনার ভয়ে কাঁপছে ,স্পেন তখন ব্যস্ত ফুটবলে৷ তার জেরে লকডাউনের সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা দেরি হয়েছিল সেই দেশের৷তার ফলে সামাজিক মেলামেশায় ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ৷ অতিরিক্ত মাত্রায় সংক্রমণ বেড়ে যাওয়ায় অভাব দেখা দিচ্ছে আইসোলেশন বেডের ,হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে বাড়ছে ভিড়, পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে লাশের স্তুপ৷

স্পেনে রাজপরিবারকেও ছাড়িনি এই মারণ ভাইরাস, বারবান পরমা বংশের রাজকুমারী মারিয়া টেরিজার মৃত্যু হয়েছে কোভিড19 এ আক্রান্ত হয়ে।