April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। সূএের খবর, বিপুল অঙ্কের আর্থিক লোকসান সামাল দিতেই এই সংস্থাটি বেসরকারীকরনের কথা জানিয়েছেন, কেন্দ্র। এর আগে ২০১৮ সালে কেন্দ্র জানিয়েছিলেন, সরকারি বিমান সংস্থাটির সিংহভাগ শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হবে বলে। তবে সেই সময় বিক্রি না হলেও ফের সরকারি বিমান সংস্থাটিকে বিক্রি করার কথা ভাবছে সরকার। জানা গিয়েছে, সোমবার সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে জানানো হয়েছে, দেশে এবং বিদেশের বিভিন্ন রুটে চলা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করা হবে। এই সংস্থাটি কেনার আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৭ মার্চ।

তবে সরকারের পক্ষ থেকে একটি শর্তে বলা হয়েছে, যে সব সংস্থা এই নিলামে সামিল হতে চায় তাদের সংস্থার অন্যান্য দায় দায়িত্বের পাশাপাশি ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝাও নিতে হবে। এছাড়াও, এই নিলামের পর ভারতীয় সংস্থা বা ব্যক্তির হাতেই থাকতে হবে এয়ার ইন্ডিয়ার মালিকানা। দিন দিন টাকা না মেটানোয় সরকারি বিমান সংস্থাটিকে জ্বালানী দিতে অস্বীকার করেছে তেল কোম্পানি গুলি। ঋণমুক্ত হতেই এই সিধান্ত কেন্দ্রের।