April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমেরিকার পর করোনা ভাইরাস ক্রমশ জোরাল হচ্ছে রাশিয়ায়


গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের গ্রাস ক্রমশ জোরালো হচ্ছে। করোনা ভাইরাসের জেরে প্রতিনিয়ত বলি হচ্ছে অসংখ্য মানুষ। এখনো পর্যন্ত গোটা বিশ্বে প্রায় দু’লক্ষ ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে। আক্রান্ত হয়েছেন ৩১ লক্ষ্যের বেশি মানুষ। আমেরিকার পর এবার ক্রমশ খারাপ অবস্থা হচ্ছে রাশিয়ায়। সেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস।

গত দু’দিনে রাশিয়া আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ৯৭২ জন ব্যক্তির। যদিও সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায়। সেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ্য পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ হাজার 2৮৪ জনের। আমেরিকার মধ্যে সবথেকে খারাপ অবস্থা নিউইয়র্ক শহরে। আমেরিকার সঙ্গে করোনা সংক্রামন পাল্লা দিয়ে বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশ গুলিতেও। ইউরোপের দেশ গুলির মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা স্পেনে। সাথে ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এই চারটি দেশে হু হু করে বাড়ছে করোনার প্রভাব। ইটালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৫০৫। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের। পাশাপাশি ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লক্ষ ৬৫ হাজার ৯১১ এবং মৃতের সংখ্যা ২৩ হাজার ৬৬০।