April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের ত্রানের টাকার তালিকা তৈরির দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকেরা

বালুরঘাট ; আমফানের ত্রানের টাকার তালিকা তৈরির দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি নিয়ে ও দুর্নীতির অভিযোগ সামনে এল। আর এরই প্রতিবাদে পঞ্চায়েত অফিস তালা মেরে বিক্ষোভ দেখালো পরিযায়ী শ্রমিকরা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর বালুরঘাট ব্লকের ঠাকুরপুরা এলাকার গোপালবাটি গ্রাম পঞ্চায়েতে। এলাকায় উত্তেজনা।

আজ দুপুরে গোপালবাটি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এই এলাকার বিভিন্ন গ্রাম গুলিতে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা জানতে পারেন এই সব ফিরে আসা শ্রমিকদের সরকারি সুযোগ সুবিধে বা সাহায্য পাওয়ার ব্যাপারে বালুরঘাট বিডিও অফিস থেকে তালিকা তৈরি করে স্থানিও পঞ্চায়েত দফতরে পাঠানো হয়েছে। এরপরেই তারা সেই তালিকা হাতে পেয়ে দেখেন সেখানে সত্যি সত্যি ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নাম নেই। তার বদলে সেই তালিকায় ঠায় পেয়েছে যারা কোন দিন ভিন রাজ্যে কাজের জন্য যান নি তারা। সেই তালিকা নাকি আবার তৈরি করেছে পঞ্চায়েতের তরফে। এরপরেই স্থানিও পরিযায়ী শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ স্থানিও বাসিন্দাদের কিছু পাইয়ে দেবার জন্য আসল পরিযায়ী শ্রমিকদের বাদ দিয়ে নকল পরিযায়ী শ্রমিকদের নামের এই তালিকা তৈরি করা হয়েছে। এরপরেই ক্ষুদ্ধ পরিযায়ী শ্রমিকরা স্থানিও পঞ্চায়েত অফিস তালা মেরে অবিলম্বে এই তালিকা বাতিল করে সঠিক ও যাচাই করে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা বানানোর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।

স্থানিও বরকৈল গ্রামের বাসিন্দা ও পরিযায়ী শ্রমিক রানা সরকার অভিযোগ জানিয়ে বলেন তারা যখন ভিন রাজ্য থেকে ফিরে এসে কোয়ারাইন্টাইন সেন্টারে ছিলেন তখন থেকেই তাদের স্বাস্থ্য দফতর আমাদের নাম ধাম সব খোজ খবর নিয়ে রেখেছে। তাহলে এই তালিকায় স্বাস্থ্য দফতরের দেওয়া নাম গুলি গেল কোথায়। তার বদলে এই তালিকায় যারা কোনদিন ভিন রাজ্যে কাজেই যান নি ও লকডাউনের সময় ঘরে নাক ডেকে ঘুমিয়েছে তাদের নাম কি করে জায়গা পেল। তার আরও অভিযোগ স্থানিও পঞ্চায়েত বলছে তালিকা তৈরির ব্যাপারে তারা কিছু জানে না, এই তালিকা নাকি বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে। অথচ তালিকাতে আমরা দেখতে পাচ্ছি স্থানিও পঞ্চায়েত তরফেই নাকি তালিকা তৈরি করে বিডিও অফিসে পাঠানো হয়েছিল। ওই পরিযায়ী শ্রমিকের দাবি বিশেষ বিশেষ কাউকে সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই তালিকা তৈরি করা হয়েছে।অবিলম্বে তা বাতিল করে যারা আসল পরিযায়ী শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করতে হবে। না হলে বিক্ষোভ চলবে।

অপরদিকে গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নিরদ বর্মনের দাবি তারা তো বটেই প্রধান বা উপ প্রধানরাও জানেন না এই তালিকা কে তৈরি করেছে। তবে তার দাবি এই তালিকা বালুরঘাট বিডিও অফিস থেকেই তৈরি করে পাঠানো হয়েছে।